"না" এবং "নারী" ****একটি নারী বিষয়ক লেখা,কারন সমাজের এই বিশেষ শ্রেণী বিশেষ ভাবে সকল নিয়ম-প্রথার ভোক্তভোগী
লিখেছেন লিখেছেন নান্দিনী ১১ অক্টোবর, ২০১৬, ০২:৩৯:৩০ দুপুর
মানুষ পরিবর্তনশীল প্রাণী,মানুষের এই
পরিবর্তনের পেছনে নিয়ামক হিসেবে কাজ করতে পারে স্থান,কাল,পাত্র,পরিস্থিতি,সামাজিক-
রাজনৈতিক-অর্থনৈতিক পরিবর্তনশীলতা,সামাজিক নিয়ম-নীতি,রীতি-প্রথা । যদিও এই
সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক রীতি-প্রথা কোনো মানুষেরই তৈরি,মানুষই আবার এই রীতি-
প্রথার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে।
শুধু আবদ্ধ না,রীতিমত এর চাপে পিষ্ট হতে থাকে ।
মানুষের এই পরিবর্তনশীলতা কখনো
ইতিবাচক,আবার কখনো নেতিবাচক ।
ইতিবাচক পরিবর্তনশীলতা যেমন
তেমন,নেতিবাচক পরিবর্তনশীলতা মারাত্মক হতে আর এই পরিবর্তন যদি হয় মানসিক চিন্তার ক্ষেত্রে,তবে তো তা বিপদ সীমার সর্বোশেষ লেভেলে থাকবে,যা যেকোনো সময় ব্যক্তির নিজের তো বটেই,আশ পাশের সবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
নারী সমাজ এই সব তথাকথিত রীতি-প্রথার ভোক্তভোগি হয়ে থাকেন চরমভাবে।
****
সমাজ এবং সমাজের যাবতীয় নিয়ম নীতি যেহেতু মানুষেরই সৃষ্টি,মানুষই পারে নেতিবাচক বা অপ্রয়োজনীয়,তথাকথিক,ধর্মের বাইরের নিয়ম-নীতি,রীতি-প্রথা পরিবর্তন করতে।কিছু কিছু প্রথা পালনের অবস্থা দেখলে মনে হবে যেনো তা আইন হয়ে গেছে,যা মেনে না চললে বা পালন না
করলে দন্ডনীয় ! অপরাধ হবে...
***
আমাদের সমগ্র জীবনটাকে যদি বাইসাইকেলের সাথে তুলনা করি তবে এই বাই সাইকেলেও চেইন বার বার পরে যাবে এটাই স্বাভাবিক,আবার তা তুলে সুন্দর করে যথাস্থানে রেখে/লাগিয়ে চলতে হবে।কারন জীবন নামক বাই
সাইকেল চলার রাস্তাটা বড়ই আকাঁবাঁকা,উঁচু নিচু । মোটেই মসৃন না।
কারন এই রাস্তা ঘিরে আছে তথাকথিক প্রথা-প্রচলন :-O
****
জীবনে পরিবর্তন,পরিবর্ধন,সংযোজন,বিয়োজন,সংস্কার আসবে,গুরুত্বপূর্ণ এই ঘটনাপ্রবাহে অবশ্যই ভেবে চিন্তে এগুনো উচিত । প্রয়োজনে তা গ্রহণ বা বর্জন করা যেতে পারে,এর গুরুত্বটা দেখতে হবে ব্যক্তির বর্তমান সমাজিক অবস্থান,সামাজিক মর্যাদা,রুচিবোধ এবং ধর্মিয় অনুশাসন পালন করার বা মেনে চলার মন মানসিকতা কতোটা প্রবল ।
***
মনে রাখবেন,একটি মাত্র "না" অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে। "না" এর শক্তি অনেক । Life এ না বলতেও সাহস লাগে।
জীবনে কিছু কিছু ক্ষেত্রে মানুষ যথাযথ "না" বলতে পারে না।আবার বলতে পারলেও এই "না" এর ওপর অটল,অবিচল থাকতে পারে না। আর
এটাই চরম ব্যর্থতা,যে ব্যর্থতার মাসুল এ
জীবনে আর শেষ হবার নয়।
তাই যত পরিবর্তনই আসুক,যত ঝড়ই
আসুক,যতই কথার তীর ছুটে আসুক,নিজের কৃষ্টি কালচার,সামাজিক অবস্থান,ধর্মিও অনুশাসনের ওপর অবিচল থাকুন এবং "না" বলতে শিখুন।
অন্যথায় মাসুল আপনাকেই
দিতে হবে,এর জন্য কেউ ই এগিয়ে আসবে
না,এমনকি আপনার পরিবারের আপনজনও না,যদিও আপনি লাইফের খুবই গুরুত্বপূর্ণ একটা সময় পার করেছেন তাদের সাথে এবং হয়তো এখনো পার করছেন ।
বিষয়: বিবিধ
৯৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন